CWG 2022: মহিলাদের ৫০ কেজি বিভাগে পদক নিশ্চিত করলেন নিখাত জারিন

।। প্রথম কলকাতা ।।
বুধবার বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ ওয়েলসের হেলেন জোনসকে ৫-০তে হারিয়ে একটি পদক নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন। জয়ের পর হৃদয়গ্রাহী মুহূর্ত উপহার দেন নিখাত। ফলাফল ঘোষণা হওয়ার পরে ভারতীয় বক্সার ক্যামেরার দিকে তাকিয়ে মাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান। বুধবার নিখাত জারিন সত্যিই মায়ের জন্য অনন্য উপহার দিয়েছেন।
আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে রিংয়ে নামবেন তিনি। নিখাত জারিন (৫০ কেজি), নিতু গাংহাস (৪৮ কেজি) এবং মোহাম্মদ হুসামুদিন (৫৭ কেজি) ভারতকে তিনটি বক্সিং পদক নিশ্চিত করেছে। অন্যদিকে অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী বোরগোহাইন গত আসরের রৌপ্যপদক জয়ী ওয়েলসের রোজি একেলেসের কাছে পরাজিত হয়েছেন।