CWG 2022 : ভারোত্তোলনে দশম পদক, ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় গুরদীপ সিংয়ের

।। প্রথম কলকাতা ।।
ভারোত্তোলনে ভারতের ঝুলিতে ফের পদক। এবার পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন গুরদীপ সিং। স্ন্যাচ ইভেন্টে ১৬৭ কেজি এবং ক্লিন এন্ড জার্ক ইভেন্টে ২২৩ কেজি সবমিলিয়ে মোট ৩৯০ কেজি তুলে ব্রোঞ্জ পদক জয় করলেন গুরদীপ। সেইসঙ্গে ভারোত্তোলনে ভারতের ঝুলিতে এল দশম পদক।
এদিন ফাইনালে (১৭৩ কেজি স্ন্যাচ, ২৩২ কেজি ক্লিন অ্যান্ড জার্ক) সামগ্রিকভাবে ৪০৫ কেজি তুলে একটি নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন পাকিস্তানের মুহাম্মদ বাট। নিউজিল্যান্ডের ডেভিড অ্যান্ড্রু সামগ্রিকভাবে ৩৯৪ কেজি উত্তোলনে রৌপ্য জিতেছেন (১৭০ কেজি স্ন্যাচ, ২২৪ কেজি ক্লিন অ্যান্ড জার্ক)।