CWG 2022 : স্কোয়াশে ব্রোঞ্জপদক জিতলেন বাংলার ছেলে সৌরভ ঘোষাল, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।
জেমস উইলস্ট্রপকে পরাজিত করে স্কোয়াশে ব্রোঞ্জ পদক জয় করলেন বাংলার ছেলে সৌরভ ঘোষাল। ঘোষাল তার প্রতিপক্ষকে ১১-৬, ১১-১, ১১-৪ ব্যবধানে হারিয়ে তার প্রথম একক পদক জিতেছেন। ভারতের ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ খেলোয়াড় বিশ্বে ১৫তম স্থানে রয়েছেন। এদিন খেলায় প্রথম দিকে এগিয়ে যাওয়ার পর শান্ত এবং সংযম রেখে নিজের ক্লাস ধরে রেখেছিলেন। কমনওয়েলথ গেমসে এটি ছিল সৌরভের প্রথম ব্যক্তিগত পদক। মঙ্গলবার নিউজিল্যান্ডের পল কলের কাছে সেমিফাইনালে হেরে সোনা ও রুপো জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় সৌরভ ঘোষালের। তবে এদিন ব্রোঞ্জ জয়ের ম্যাচে বাজিমাত করলেন তিনি।
টুইটে শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “@সৌরভ ঘোষালকে সাফল্যের নতুন উচ্চতায় ছুঁতে দেখে আনন্দ লাগছে। বার্মিংহামে তিনি যে ব্রোঞ্জ পদক জিতেছেন তা খুবই বিশেষ। তাকে অভিনন্দন। তার কৃতিত্ব ভারতের তরুণদের মধ্যে স্কোয়াশের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করুক।”