CWG 2022 : জুডোতে তৃতীয় পদক, ৭৮ কেজি বিভাগে রৌপ্যপদক জিতলেন তুলিকা মান

।। প্রথম কলকাতা ।।
কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে তৃতীয় জুডো পদক জিতলেন তুলিকা মান। সোনা না পেলেও তার দুর্দান্ত প্রচেষ্টা মন কেড়েছে।তুলিকা মহিলাদের +৭৮ কেজি বিভাগে রৌপ্যপদক জয় করেছেন। স্কটল্যান্ডের শীর্ষ বাছাই সারাহ অ্যাডলিংটনের কাছে হেরে সোনা জয় হাতছাড়া হয়ে তুলিকার।
এদিন নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুসকে ইপ্পন প্যাঁচের মাধ্যমে কুপোকাত করেন ফাইনালে পৌঁছান তুলিকা। সেই ইপ্পন প্যাঁচেই তুলিকাকে পরাজিত করে সোনা জয় করেন অ্যাডলিংটন। এর আগে জুডোতে সুশীল দেবী ও বিজয় কুমার নিজেদের বিভাগে ভারতকে পদক এনে দিয়েছেন।