CWG 2022 : রেকর্ড গড়ে ভারোত্তোলনে পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জপদক জিতলেন লাভপ্রীত সিং

।। প্রথম কলকাতা ।।
কমনওয়েলথ গেমসে লাভপ্রীত সিং ভারোত্তোলনে ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জপদক জিতলেন। তিনি গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয়ী। এদিন স্ন্যাচ ইভেন্টে প্রথম প্রচেষ্টায় ভারতীয় ভারোত্তোলক তোলেন ১৫৭ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৬১ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় তুললেন ১৬৩ কেজি। ১৬৩ কেজি তুলে নতুন ব্যক্তিগত সেরা ও জাতীয় রেকর্ড গড়েন লাভপ্রীত।
এরপর ক্লিন এন্ড জার্ক ইভেন্টে প্রথম প্রচেষ্টায় পাঞ্জাবের নৌবাহিনীর সদস্য লাভপ্রীত সিং তোলেন ১৮৫ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৮৯ কেজি। তৃতীয় প্রচেষ্টায় তোলেন ১৯২ কেজি। নতুন জাতীয় রেকর্ড গড়ে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক ইভেন্ট সবমিলিয়ে ৩৫৫ কেজি তুলে ব্রোঞ্জপদক জয় করেন লাভপ্রীত সিং। সেই সঙ্গে বার্মিংহামে ভারোত্তোলনে ভারত নবম পদক জয় করে।