Covid Update: একদিনের স্বস্তির পর ফের মাত্রাবৃদ্ধি দৈনিক সংক্রমনের, বাড়ল মৃত্যু

।। প্রথম কলকাতা।।
গত কিছুদিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকার পর, গতকাল তা অনেকটাই স্বস্তিদায়ক অবস্থায় ছিল। গতকাল দৈনিক কোরোনা সংক্রমণ ১৪ হাজারের নিচে ছিল। কিন্তু একদিনের মধ্যে ফের মাত্রাবৃদ্ধি করোনা সংক্রমণের। সেই সঙ্গে লাফিয়ে বাড়লো মৃত্যু। যা আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত ১৭ হাজার ১৩৫ জন। যা গতকাল ১৪ হাজারের নিচে ছিল। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বেড়েছে অ্যাক্টিভ কেস। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু ঘটেছে। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। করোনা সংক্রামিত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দেশে বর্তমানে ১ লক্ষ ৩৭ হাজার ৫৭ জন।
আরও পড়ুন : আজ মমতার মন্ত্রীসভায় রদবদল, বাবুল সুপ্রিয়-সহ একাধিক নাম ঘিরে চলছে জল্পনা
উদ্বেগজনক অবস্থা রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালার মত রাজ্যগুলিতে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ফের বাড়লো করোনা সংক্রমণ। একদিন আগে দৈনিক করোনা সংক্রমণ ৫০০ এর নিচে চলে গিয়েছিল। পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় ফের সংক্রমণ বেড়ে হল ৮৮৩ জন। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত ২১০ জন, উত্তর ২৪ পরগনায় ১৭৩ জন, বীরভূমে ৯৪ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে পশ্চিমবঙ্গে ৪ জনের মৃত্যু ঘটেছে। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পশ্চিমবঙ্গে ১২,২৫৪ জন। যাদের মধ্যে অধিকাংশই রয়েছেন হোম আইসোলেশনে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩৪ জন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম