Prothom Kolkata

Popular Bangla News Website

প্রকাশিত হল আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল! এইভাবে দেখুন প্রাপ্ত নম্বর

1 min read

।। প্রথম কলকাতা ।।

অবশেষে অপেক্ষার অবসান হল। পড়ুয়া এবং অভিভাবকদের চিন্তা দূর করে প্রকাশিত হলেও আইএসসি পরীক্ষার ফলাফল। ২০২২ এ আইএসসি দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। কিছুদিন আগেই ফল প্রকাশিত হয়েছিল আইসিএসই এবং সিবিএসই এর। গত ২ বছর কোভিডের কারণে এই পরীক্ষা নিয়ে বেশ টালমাটাল চলেছে। অফলাইনের বদলে পড়ুয়ার অনলাইনে পরীক্ষা দিয়েছিলেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই বছরই পড়ুয়ারা আবার অফলাইনে পরীক্ষা দিয়েছেন। অনেকেই আশঙ্কা করছিলেন যদি রবিবার ফলাফল প্রকাশিত না হয় তাহলে ২৫ শে জুলাই অর্থাৎ সোমবার ফলাফল প্রকাশিত হবে। যদিও সব দুশ্চিন্তা দূর করে রবিবার বিকেলেই ফলাফল প্রকাশিত হল। পরীক্ষার প্রকাশিত ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট — cisce.org-এর মাধ্যমে চেক করা যেতে পারে।একটি রেকর্ড রয়েছে যে ISC পরীক্ষায় পাসের হার কখনই ৯৫ শতাংশের নিচে নামে না।

ISC পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন

cisce.org আর results.cisce.org ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে যান– results.cisce.org এবং cisce। তারপর হোমপেজে, ফলাফল লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনার ইউনিক আইডি, ইনডেক্স নম্বর লিখুন এবং সাবমিটে ক্লিক করুন। স্ক্রিনে ISCসেমিস্টার ২ ফলাফল দেখতে পাবেন। ফলাফল ডাউনলোড করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories