Prothom Kolkata

Popular Bangla News Website

বড় খবর: হঠাৎ অসুস্থ দমকল মন্ত্রী সুজিত বসু, ভর্তি হলেন হাসপাতালে

।। প্রথম কলকাতা।।

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গতকাল রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গতকাল সন্ধ্যের পর থেকেই আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যের দমকল মন্ত্রী। রাত যত বাড়তে থাকে, ততই বাড়তে থাকে শারীরিক সমস্যা। মাঝরাত থেকে শুরু হয় পেটে ব্যথা। ব্যাথা ক্রমশ বাড়তে থাকে। রাত তিনটের সময় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ মন্ত্রী সুজিত বসু। এখনো তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। জানা যাচ্ছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে আজই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। আজ সকালেও তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। কিছু ওষুধও দেওয়া হয়েছে মন্ত্রীকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories