Prothom Kolkata

Popular Bangla News Website

Covid Update: রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ২৯৬৮, চিন্তা বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের

।।প্রথম কলকাতা।।

করোনার ফোর্থ ওয়েভ কী তাহলে এসেই পড়ল? রাজ্যে রোজকার করোনা সংক্রমণ কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। এদিন রাজ্যে করোনা সংক্রমিত ২৯৬৮ জন। ৯টি জেলাতে সংক্রমণ একশোর ওপরে।শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, সংক্রমিত ৭৪৩ জন।

তারপরই রয়েছে কলকাতা। সংক্রমিত ৭৪২। ১৪৩ জন সংক্রমিত হওয়ায় তৃতীয় স্থানে হুগলি। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে একেবারে শেষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে সংক্রমিত ১২ জন। এর আগে ১ ফেব্রুয়ারি পেরিয়েছিল ২ হাজারের গণ্ডি। তখনও আছড়ে পড়েছিল তৃতীয় ঢেউয়ের করাল গ্রাস।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের পরিসংখ্যান

সুস্থ হয়েছেন ৬৬২
মোট সুস্থ ২০,০৬,৩৫১
সুস্থতার হার ৯৭.৯৩%
হোম আইসোলেশনে ২০, ৫৫৫
হাসপাতালে ৬০৪
মৃত ৩
মোট মৃত ২১,২৩৯
মৃত্যু হার ১.০৪%
মোট পজিটিভ কেস ২০,৪৮,৭৪৯
নমুনা পরীক্ষা ১৪,৯২২
পজিটিভিটি রেট ১৫.৬৯%
আজকে ভ্যাকসিন ১,৪৬,৬৬১

চিকিৎসকরা বারবার সাবধান হওয়ার কথা বললেও এই গ্রাফই বলে দিচ্ছে যে মানুষ এখনও অত্যন্ত অসচেতন। মাস্ক রীতিমতো উধাও হয়ে গেছে। সোশ্যাল ডিস্ট্যান্সের বালাই নেই। কোন জায়গাতেই কোন বিধিনিষেধ নেই তার ওপর ভ্যাকসিন নিতে অনীহা এই এত গুলো কারণেই রাজ্যে বাড়ছে করোনা। যেহেতু স্কুল খুলে গেছে তাই এই আবহে বাচ্চাদের অত্যন্ত সাবধানে রাখার কথা বলছেন চিকিৎসকরা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories