অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে আলিয়া! বেবি বাম্প প্রকাশ্যে আসতেই কুর্নিশ নেটপাড়ার

।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি পতুর্গালে ‘হার্ট অফ স্টোন’ এর শ্যুটিং শেষ করলেন আলিয়া। আর এই ছবির শুটিং চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় আলিয়া জানান, অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোনোগ্রাফির ছবি। তবে তাতে রেখেছিলেন ভালোবাসার চিহ্ন। কিন্তু এসবের জেরে কাজে কোনোরকম প্রভাব ফেলতে চাননা অভিনেত্রী। বেবি বাম্প নিয়েই দিব্বি অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন আলিয়া। সম্প্রতি প্রকাশ্যে আসা শুটিংয়ের সেসব দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
খাঁকি উর্দিতে মরুভূমির মতো সেটে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। ছবিতে ধরা পড়েছেন গ্যাল গাডটও। অন্তঃসত্ত্বা অবস্থায় হলিউডের অ্যাকশন ছবির শ্যুটিং। আলিয়ার কাজের প্রতি এমন নিষ্ঠা দেখে তাঁকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।
যদিও বাদ যায়নি নিন্দুকেরা। ছবির কমেন্ট বক্স ভরেছেন ফের একই মন্তব্যে। অনেকেই লিখেছেন, বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিলেন অভিনেত্রী। যদিও এবিষয় নিয়ে কিছুদিন আগেই প্রকাশ্যে মুখ খুলেছিলেন রণবীর। জানিয়েছিলেন, আমাদের মনে হয়েছে এটাই সঠিক সময় অনুরাগীদের সাথে খুশির খবর ভাগ করে নেওয়ার। তাই আমরা করেছি’।
প্রসঙ্গত, সম্প্রতি ইউরোপ ছুটি কাটিয়ে এসেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেখানে থাকা কালীনই গর্ভাবস্থার প্রতিটি মুহুর্ত উপভোগ করছেন আলিয়া। ইন্সট্রাগ্রামের সাম্প্রতিক পোস্টে বেশ খোশ মেজাজ দেখা গিয়েছে তাঁকে। গত এপ্রিল মাসে সাঁতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মাথায়তেই
গত ২৭ জুন মাতৃত্বের ঘোষণা করেন অভিনেত্রী।
উল্লেখ্য, হলিউডের অভিনয়ের পাশাপাশি তাঁর হাতে রয়েছে বলিউডের নানান ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডার্লিং’ ছবির ট্রেলার। এছাড়াও সম্প্রতি স্বামী রণবীর কাপুরের সাথে অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলারও প্রকাশ করেছেন নেটমাধ্যমে। অফস্ক্রিনে দুজনের সম্পর্ক অনেকদিনের হলেও অনস্ক্রিনে এই প্রথম কোনও ছবিতে একসাথে দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। এই ছবির পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।
#AliaBhatt snapped at the sets of her Hollywood film #HeartOfStone ❤🔥
— Alia's Planet 🌍 (@AliaCluster) July 8, 2022
|| @aliaa08 #HOS || pic.twitter.com/4iE6Fv7zBw
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম