Prothom Kolkata

Popular Bangla News Website

Japan: শিনজো আবে নন টার্গেট ছিলেন এক ধর্মীয় নেতা, চাঞ্চল্যকর স্বীকারক্তি আততায়ীর

1 min read

।। প্রথম কলকাতা।।

গতকাল জাপানের নারা শহরে জনসভায় বক্তব্য রাখার সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকালই আততায়ীকে গ্রেফতার করে পুলিশ। যার নাম তেৎসুয়া ইয়ামাগামি, যিনি ৪১ বছর বয়সী। এই ব্যক্তি জাপানের মারিটাইম আত্মরক্ষা বাহিনীর প্রাক্তন কর্মী। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিনি খুন করতে চাননি। এক ধর্মীয় সংগঠনের নেতা ছিলেন তার আসল লক্ষ্য।

পুলিশকে তেৎসুয়া ইয়ামাগামি বলেছেন, তিনি আসলে এক ধর্মীয় সংগঠনের নেতাকে খুন করতে চেয়েছিলেন। সেই নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। সেই নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শিনজো আবের। এই ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনিই প্রচারের আলোয় নিয়ে এসেছেন। পুলিশকে একথা জানিয়েছে তিনি। আবার, শিনজো আবের নীতি ও কাজ-কর্মে তিনি সন্তুষ্ট ছিলেন না।

তবে, একাধিক তদন্তকারীর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেই হত্যার পরিকল্পনা ছিল তেৎসুয়া ইয়ামাগামির। যে জন্য নিজের হাতেই তিনি একটি বন্দুক তৈরি করেছিলেন। সামরিক প্রশিক্ষণ থাকার কারণে অনেক দূর থেকে তিনি গুলি চালাতে সক্ষম হয়েছেন। গতকাল জাপানের সময় ১১ টা বেজে ৩০ মিনিটে গুলিবিদ্ধ হন ও রক্তাক্ত হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন শিনজো আবে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা লড়াইয়ের পর তাঁর মৃত্যু ঘটে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories