Prothom Kolkata

Popular Bangla News Website

এবার বাড়িতেই CID এর জিজ্ঞাসাবাদ BJP বিধায়কের পুত্রবধূকে! হাজিরা এড়িয়েও হল না লাভ

1 min read

।। প্রথম কলকাতা।।

রাজ্যের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য ,দমকল ,পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। আর এবার কল্যাণী AIIMS এর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বহু বিজেপি বিধায়কের । অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি করে দেওয়া হয়েছে তাদের আত্মীয় পরিজন সহ ঘনিষ্ঠদের। এই অভিযোগে একবার ফের চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে নোটিশ পাঠালো সিআইডি। জানানো হল বুধবার বাড়িতে গিয়েই সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন তাকে।

এর আগেও সিআইডির তরফ থেকে তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল । গতকাল তাকে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান তিনি। পরিবর্তে দশ দিনের সময় চেয়েছিলেন কিন্তু সময় দিতে নারাজ সিআইডি। তাঁরা ফের বঙ্কিম ঘোষের পুত্রবধূকে মেল মারফত নোটিশ পাঠিয়ে আগামী বুধবার বাড়িতে থাকার নির্দেশ দেন। সেখানে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, কল্যাণী AIIMS এর যে নিয়োগ দুর্নীতি তার বিরুদ্ধে গত ২০ শে মে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে প্রভাব খাটিয়ে চাকরি করে দিয়েছেন বিজেপির মোট আট জন সাংসদ বিধায়করা।

অভিযোগের ক্ষেত্রে নাম উঠে এসেছিল জগন্নাথ সরকার, সুভাষ সরকার, বঙ্কিম ঘোষ এবং নীলাদ্রিশেখর দানা সহ আরও বেশ কয়েকজন বিজেপি নেতার । তারপর এই ঘটনার তদন্তভার সিআইডি গ্রহণ করেন। গতকাল জানা যায় যে ,এদের মধ্যে দুজন বিধায়কের আত্মীয়দের হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। গতকাল ডাকা হয়েছিল বঙ্কিম ঘোষের পুত্রবধূকে এবং আগামী সোমবার তলব করা হয় নীলাদ্রিশেখরের মেয়েকে। তবে গতকালের হাজিরা এড়িয়ে গিয়েছেন বঙ্কিম ঘোষের পুত্রবধূ। যার কারণে সিআইডির তরফ থেকে তাকে আবারও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার আর তাকে সিআইডির দফতরে ডাকা হয়নি বরং সিআইডি আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছেন। কাজেই হাজিরা এড়িয়ে গিয়েও বিশেষ কোনো লাভ হয়নি। বঙ্কিম ঘোষের পুত্রবধূকে অবশেষে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হবে তাকে আগামী বুধবার।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories