Weather Update: খামখেয়ালি মৌসুমী বায়ু, আজ সারা দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

।। প্রথম কলকাতা।।
কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও বৃষ্টির ছিঁটেফোঁটা পর্যন্ত নেই। কোনোদিকে হয়ত কিছুক্ষনের হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও একটানা বৃষ্টির জেরে জলমগ্ন গোটা এলাকা । এমনই দেশজুড়ে খামখেয়ালিপনা চলছে মৌসুমী বায়ুর । মুম্বাইয়ে যেখানে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত এবং আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই জায়গায় এই রাজ্যের দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির দেখা মিলছে না । একটানা বৃষ্টি তো দূর ভারী বৃষ্টি পর্যন্ত চোখে পড়েনি বিগত কয়েকদিন ধরে। আগামী ৪-৫ দিনেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় থাকছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর হাওড়া, হুগলি। তবে সেই বৃষ্টি হয়তো হবে খুব বেশি ১০ মিনিটের জন্য। এই সাত জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোন পূর্বাভাস মেলেনি । তবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলা গুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে । আজ সারাদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৬৪ থেকে ৮৯% এর মধ্যে থাকবে। শহর কলকাতায় আজও সারাদিন কখনও মেঘ আবার কখনও রোদের ঝলক চোখে পড়বে ।যত বেলা বাড়বে গরম তত বাড়তে থাকবে বলে জানা গিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম