কর্মহীন জীবনের হাসি-কান্নার গল্প বলবে ‘আকাশ অংশত মেঘলা’, মুক্তি পেল ট্রেলার

।। প্রথম কলকাতা ।।
মূল্যবোধ বনাম পেটের লড়াই চলছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের! কে জিতবে? সেই নিয়েই বড় পর্দায় আসছে জয়দীপ মুখার্জীর নতুন ছবি ‘আকাশ অংশত মেঘলা’। সম্প্রতি ছবির পোস্টার, টিজার প্রকাশ্যে আসার পর আজ আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল ছবির ট্রেলার। আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় ছবির পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রীদের।
মূলত বন্ধ কারখানার শ্রমিকদের জীবন কাহিনী নিয়ে অবর্তিত এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে অংকিতা চক্রবর্তীকে। রাহুলের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, শংকর দেবনাথ, দেবদূত ঘোষ, দামিনী বেনি বসু, সুদীপ সরকার, রুমকি চট্টোপাধ্যায়, এবং কৌশিক কর।
এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক জানান, ছোট থেকে বড় হয়ে হওয়ার সময়কালে যা যা সংকট জনক পপরিস্থিতি তিনি দেখেছেন তাঁর মধ্যে অন্যতম হল কলকারখানা বন্ধ হয়ে যাওয়া। আর সেই ঘটনা এবং স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক জয়দীপ। যেখানে রয়েছে একজন কর্মহীন শ্রমিক। লকডাউনে হঠাৎ-ই বন্ধ হয়ে যায় কারখানা। স্ত্রী ও মেয়েকে নিয়ে এক নিদারুণ অসহায় অবস্থায় পড়েন তিনি। কারখানা ফের চালু করার জন্য, ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন রসময়। কিন্তু বাস্তব পরিস্থিতির কথা ভেবে পেশা বদলে, অবশেষে তেলেভাজার দোকান খুলতে হয় তাঁকে।
অন্যদিকে রয়েছে এক শিক্ষিত বেকারের গল্প। নাম অনির্বাণ। সমাজে কৃতি একজন ছাত্র। বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায়, মাঝপথে পড়াশোনা ছাড়তে হয় তাঁকে। পরিবারকে বাঁচাতে হন্যে একটা চাকরী খুঁজতে থাকে সে। কিন্তু কোনওভাবে একটা চাকরি জুটিয়ে উঠতে পারে না। আনন্দী নামে তাঁর প্রেমিকাও বাড়ির ব্যক্তিগত সমস্যায় জর্জরিত। আর এরকমই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর বেঁচে থাকার লড়াই, ভালোবাসার গল্প নিয়েই আবর্তিত হয় এই ছবির গল্প। উল্লেখ্য, যে চরিত্রগুলিকে এখানে দেখানো হয়েছে তাদের জীবনের দুর্দশার আড়ালে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটও ছবিতে তুলে ধরেছেন জয়দীপ। বলাই বাহুল্য সংশয়ের মেঘের আড়ালে আশার আলোর গল্প নিয়ে আসছে ‘আকাশ অংশত মেঘলা’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম