Prothom Kolkata

Popular Bangla News Website

মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

1 min read

।। প্রথম কলকাতা ।।

দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু বৃহস্পতিবার চীনের ঝাং ই ম্যানকে স্ট্রেট গেমে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। মহিলাদের একক দ্বিতীয় রাউন্ডে মাত্র ২৮ মিনিটের লড়াইয়ে বিশ্বের ৩২ নম্বর ই ম্যানকে ২১-১২ ২১-১০-এ হারান পিভি সিন্ধু।

যাইহোক, একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর জন্য। বর্তমানে বিশ্বের সপ্তম স্থান অধিকারী ভারতীয় শেষ আটে চাইনিজ তাইপেইয়ের তাই তজু ইংয়ের মুখোমুখি হবেন। যিনি সিন্ধুর জয়ের একমাত্র পথের কাঁটা। বিশ্বের ২ নম্বর তাই তজু ইংয়ের বিরুদ্ধে সিন্ধুর হেড টু হেড রেকর্ড ৫-১৬। যিনি গত সপ্তাহে মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালেও ভারতীয় তারকাকে পরাজিত করেছিলেন।

অন্যদিকে পুরুষদের একক প্রতিযোগিতায় ৪২ মিনিটের লড়াইয়ে বি সাই প্রণীথ চীনের লি শে ফেংয়ের কাছে ১৪-২১, ১৭-২১ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।

Categories