Fake Call Centre:টাওয়ার বসানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার চক্র, উল্টোডাঙায় গ্রেফতার ১২

।। প্রথম কলকাতা।।
শহর কলকাতায় প্রতিদিনই কোনো না কোনো ভুয়ো কল সেন্টারের হদিশ মিলছে। যার কারণে আরও বেশি সতর্ক হয়ে উঠেছে কলকাতা পুলিশ। একের পর এক ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করার পরেও সেই সংখ্যা ক্রমশ কমার বদলে বেড়ে চলেছে। আর এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ছেন শহরবাসী থেকে শুরু করে বিদেশীরা পর্যন্ত। ফের উল্টোডাঙ্গায় একটি ভুয়ো কল সেন্টারের খোঁজ পাওয়ার পরে সেখানে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ১২ জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা টাওয়ার বসানোর নাম করে বিভিন্ন জনকে মোটা টাকার প্রলোভন দেখাতো আর তারপর প্রতারিত করা হতো তাদের।
ওই ভুয়ো কল সেন্টারের অফিসেরষ তল্লাশি চালিয়ে বেশ কিছু মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এই প্রতারণা চক্রে আরো কারা যুক্ত রয়েছে, বাইরে থেকে কেউ তাদের সহযোগিতা করছে কিনা, কীভাবে তাদের এই চক্র কাজ করতো, এখনও পর্যন্ত কতজনকে এইভাবে প্রতারিত করা হয়েছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কল সেন্টারটি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করা হতো তারপর তাদেরকে বাড়িতে টাওয়ার বসানোর প্রলোভন দেখানো হতো। অফার দেওয়া হতো মোটা টাকার । সেই টাকার লোভে হয়তো অনেকেই টাওয়ার বসাতে রাজি হয়ে যেতেন।
আর সেই সুযোগে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিখুঁত পরিকল্পনার মাধ্যমে হাতিয়ে নিত এই প্রতারণা চক্রের সদস্যরা। এইভাবে রমরমিয়ে চলছিল তাদের জালিয়াতির ব্যবসা । তবে সেই ব্যবসার পর্দা ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল কল সেন্টারে, আর তারপরেই গ্রেফতার ১২ জন। বর্তমানে তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি শহর কলকাতায় আরো বেশ কয়েকটি ভুয়ো কল সেন্টারের খোঁজ পাওয়া গিয়েছিল। তাঁরা আন্তর্জাতিক প্রতারণার সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ তাঁরা শিকার বানাতো বিদেশী নাগরিকদেরকে। টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করা হতো তাদের।
বেনিয়াপুকুর থানা এলাকা , সল্টলেক সহ বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতারকেরা তাদের অফিস খুলে বসেছিল। নামী সংস্থার নাম ভাঙিয়ে প্রায় দু-আড়াই বছর ধরে তাদের কাজ চলছিল । কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই প্রতারণা চক্র গুলিকে খুঁজে বার করেন। প্রতিনিয়ত যেভাবে জালিয়াতি এবং প্রতারণার ব্যবসা বেড়ে চলেছে তাতে জনসাধারণকে আরও বেশি সজাগ থাকতে হবে। প্রতি পদক্ষেপে তাঁরা যেকোনো জালিয়াতির শিকার হতে পারেন। সেই কারণে সচেতন থাকতে হবে প্রতি পদে পদে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম