Prothom Kolkata

Popular Bangla News Website

শপথ নিয়েই গোয়ার উদ্দেশ্যে শিন্ডে, নতুন কোন পরিকল্পনা? উঠছে প্রশ্ন

1 min read

।।প্রথম কলকাতা।।

শেষ হয়েছে মহা নাটক। প্রথমে উদ্ধব ঠাকরের ফেসবুক লাইভে এসে পদত্যাগ তারপর জানা গেল মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র শেষ মুহুর্তে এসে বদলে গেল সব। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন একনাথ শিন্ডে। আর তারপরই সঙ্গে সঙ্গে তিনি উড়ে গেলেন গোয়া। কিন্তু কেন?

৪০ জনেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে শিন্ডে দাবি জানিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়েছিলেন। বিজেপির সমর্থন নিয়েই বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। মুখ্যমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বরা উপস্থিত থাকলেও, যাদের সমর্থন পেয়েই মুখ্যমন্ত্রী হলেন শিন্ডে ছিলেন না সেই বিক্ষুব্ধ বিধায়কদের একজনও। আর
সেই কারণেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই তিনি মধ্যরাতে বিমানে করে গোয়ায় যান সেখানে বন্দি থাকা বিধায়কদের সঙ্গে দেখা করতে।

রাতে বিমানবন্দরে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী বলেন, আমার সহকর্মী ও গোটা মহারাষ্ট্র খুশি যে বালা সাহেব ঠাকরের শিব সৈনিক আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। মহারাষ্ট্র্রের মানুষদের উদ্দেশে তিনি বলেন, এই সরকার মহারাষ্ট্রের মানুষদের জন্যই কাজ করবে। সমাজের প্রতিটা স্তরে সুবিচার করা হবে। একইসঙ্গে তারা বালা সাহেব ঠাকরের মতাদর্শকেও সামনে এগিয়ে নিয়ে যাবেন।

একথা বলাই শিন্ডে নেমেইছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধে। সেই যুদ্ধে জিতেও গিয়েছেন আর প্রাপ্তি হয়েছে মুখ্যমন্ত্রী পদের। নতুন এই দায়িত্ব পেয়ে খুশি তিনি। নিজের সেই খুশি প্রকাশ করেই শুক্রবার তিনি বলেন, ‘শুধু আমার সতীর্থরা নয়, গোটা মহারাষ্ট্র খুশি যে বালা সাহেব ঠাকরের শিব সৈনিক মুখ্যমন্ত্রী হয়েছে।’

কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হোটেলে গিয়ে বাকি বিধায়কদের সঙ্গে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়া প্রসঙ্গেও তিনি বলেন, ‘মন্ত্রী তো ছিলামই। নতুন করে কোনও মন্ত্রিত্ব পাওয়ার লোভে উদ্ধব ঠাকরের সঙ্গত্যাগ করিনি। কংগ্রেস-এনসিপি-র সঙ্গে মতাদর্শগত পার্থক্যের জন্যই মহা বিকাশ আগাড়ি জোট ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি।’

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories