Weather Update: দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর , বজায় থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি

।। প্রথম কলকাতা।।
বাংলায় বর্ষা প্রবেশ করেছে বহু আগেই। লাগাতার বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত সেখানে কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গের দুটি জেলাকে বাদ দিয়ে বাকি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশের মুখ ভার। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানে। একটানা বৃষ্টিরও কোন পূর্বাভাস নেই বলে জানা গিয়েছে। আজ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ । আর গত ২৪ ঘন্টায় সেখানে বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমতে চলেছে। আগামী তিন চার দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা কিংবা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে । কিন্তু ভারী বৃষ্টি সেখানে আর হবে না বলেই জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত বাড়তে পারে। রথের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে । তবে আজ সারাদিন সেখানে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম