Prothom Kolkata

Popular Bangla News Website

‘আমি কবে মা হব’! আলিয়ার খবর শুনেই মা হতে চান রাখি সাওয়ান্ত? 

1 min read

।।  প্রথম কলকাতা ।।

সোমবার সকাল সকাল বোমা ফাটিয়েছেন বলিউড তারকা রণবীর-আলিয়া। প্রকাশ্যে এসেছে আলিয়ার মা হওয়ার খবর। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম পোস্টে ‘গুড নিউজ’ শেয়ার করেছেন আলিয়া। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন মিস্টার অ্যান্ড মিসেস কাপুর। ইতিমধ্যে সেলেব থেকে আম জনতা-সকলেই রণলিয়া বা আলিয়াকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত। একই সাথে বিয়ের আড়াই মাসের মধ্যেই সন্তান সম্ভবা হওয়ায় নানান কটাক্ষের শিকারও হয়েছেন আলিয়া। আর এসবের মাঝেই বেজায় খুশি বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। আলিয়ার মা হওয়ার খবর শুনে এবার মাতৃত্বের স্বাদ পেতে চাইছেন রাখিও। এমনকি বিয়ের আগেও মা হতে কোনও অসুবিধা নেই তাঁর।

সম্প্রতি, এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সাংবাদিকরা যখন আলিয়ার সুখবর প্রসঙ্গে কথা তোলেন তখন তাঁদের প্রশ্ন শেষ হওয়ার আগেই রাখি বলে বসেন ‘আমি কবে প্রেগন্যান্ট হব?’ বর্তমানে আলিয়ার খবর শুনেই রাখির মা হওয়ার ইচ্ছে প্রকট হয়ে উঠেছে। বিয়ের আগেও হলে তাতে কোনও অসুবিধা নেই তাঁর। একই সাথে জানিয়েছেন, বিয়ের আগেই যদি মা হয়ে যান তবে খবর পাওয়ার পরের দিনই বিয়ে সারবেন রাখি। সেই সঙ্গে রাখি আবার বলেন আজকাল তো এমনটা হয়েই থাকে। যদিও সেটাকে অন্যায় বলা হয়। তারপর আবার নিজেই বলেন, বাপ রে, নাহি বাবা। তবে বিয়েটা কেকে করবেন প্রেমিক আদিলকে? সেটা যদিও সময়ই বলবে।

উল্লেখ্য, গতকালই রাখি এবং তার হাতে একটি স্ক্যান রিপোর্ট দেখা গিয়েছিল তাঁর প্রেমিক আদিলকে খান দুরানির সাথে একটি হাসপাতালের বাইরে দেখা যায়। তবে কী সত্যি মা হতে চলেছেন রাখি! সাংবাদিকের এমন প্রশ্নের আগেই যদিও রাখি জানান অন্য কিছু ভাবার মতো কিছুই নেই। তবে এমন কোনও সুখবর যদি আসে তবে তা সবার আগে নিজেই জনসমক্ষে আনবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories