২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে একধাপ এগোলেন দুইবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

।। প্রথম কলকাতা ।।
মঙ্গলবার দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল একক প্রথম রাউন্ডের ম্যাচে আত্মপ্রকাশকারী ফ্রান্সিসকো সেরুন্ডোলোকে পরাস্ত করে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে একধাপ এগিয়ে গেলেন। এদিন প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টাইন তারকা ফ্রান্সিসকোর বিপক্ষে প্রথম দুই সেটে জয় পান নাদাল। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আর্জেন্টাইন তারকা। তৃতীয় ও চতুর্থ সেটে জয় তুলে নেন ফ্রান্সিসকো। কিন্তু শেষপর্যন্ত আর পেরে ওঠেননি। ৩৬ বছর বয়সী নাদাল প্রথম রাউন্ডে জেতেন ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে।
চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জয় করে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা (২২) নিজের দখলে করে নিয়েছেন। এবার লক্ষ্য ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। যার জয় করার দিকে একধাপ এগোলেন এই স্প্যানিয়ার্ড। এবারের উইম্বলডনে তিনি নামবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। ফ্রেঞ্চ ওপেনে চোট নিয়েই খেলেছিলেন। ম্যাচের আগে ব্যাথানাশক ইঞ্জেকশন নিয়ে রোঁলা গাঁরোর কোর্টে নেমেছিলেন তিনি। উইম্বলডনের আগে প্রস্তুতি ম্যাচও খেলেননি তিনি।