বড় খবর: পাহাড়েও এবার খাতা খুলল ঘাসফুল, জিটিএ নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী

।। প্রথম কলকাতা।।
এবার পাহাড়েও খাতা খুললো তৃণমূল। জিটিএ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। নানা টানাপোড়েনের পর ১০ বছর বাদে জিটিএ নির্বাচন হয়েছে পাহাড়ে গত রবিবার। এই নির্বাচনে ১০ টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। ডালি আসন থেকে প্রার্থী করা হয়েছিল বিনয় তামাংকে। সেই আসনে তিনি জয়লাভ করলেন। তাঁর হাত ধরেই জিটিএ নির্বাচনে জয়যাত্রা শুরু তৃণমূলের।
আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে পাহাড়ে ভোট গণনা। প্রবল বৃষ্টির কারণে দেরি করে ভোট গণনা শুরু হয়েছে। ডালি আসন থেকে জয়ী হলেন বিনয় তামাং। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। ৫০০ ভোটে জয়ী হয়েছেন তিনি।
জয়লাভের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিনয় তামাং। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপযুক্ত মনে করে লড়াইয়ে সামিল করেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। এই জয় আমার নয়, এই জয় পাহাড়ের।”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম