BREAKING: রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকেশ আম্বানির, নতুন দায়িত্বে কে?

।।প্রথম কলকাতা।।
দায়িত্বের হস্তান্তর। এত দিনের রাজ্যপাট ছেড়ে দিলেন মুকেশ অম্বানী।জিওর দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। এবার যাবতীয় দায়িত্ব তুলে দিলেন তার ছেলের হাতে মঙ্গলবার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানি। মঙ্গলবার তার ইস্তফা গ্রহণ করে বোর্ড।
বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান হিসেবে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে নিয়োগ করা হয়েছে।২৭ জুন, ২০২২ সংস্থার বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার আকাশের নিয়োগে অনুমোদন দিয়েছে রিলায়েন্স জিওর বোর্ড।রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল সংস্থা।
তারা এক বিবৃতিতে জানিয়েছে, মুকেশ আম্বানি ওই ইউনিটের ডিরেক্টর কাম চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, ওই পদেই তার ছেলে আকাশকে নিয়োগ করেছে বোর্ড। আকাশ ২০১৪ সালে রিলায়েন্স জিওর বোর্ডে যোগ দেন। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ২৭ জুন থেকেই দায়িত্ব নিয়েছেন পঙ্কজ মোহন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম