Kolkata: বাড়ির সামনে থেকে উধাও গাড়ি, পুলিশি তৎপরতায় গ্রেফতার চক্রের পান্ডা

।। প্রথম কলকাতা।।
শহর কলকাতায় দিন দিন দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। চুরি ডাকাতি ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে মহানগরীতে। এমনকি বাড়ির সামনে থেকে গাড়ি উধাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে । এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নামেন তাঁরা । অবশেষে গাড়ি চুরি চক্রের অন্যতম এক পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আকাশ শেঠ। আপাতত তাকে বিধান নগর কোর্টে তোলা হবে আজ । আর তারপর পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তল্লাশি চালাবে বিধান নগর উত্তর থানার পুলিশ।।
ঘটনাটি গত ২৪ শে জুনের। ওই দিন রাত নটা নাগাদ সল্টলেকে ব্লক থেকে একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি হয়ে যায় । জানা যায় ওই গাড়ির চালক বাড়ির সামনে গাড়ি রেখে ভিতরে গিয়েছিলেন । তবে রাতে খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখেন যেখানে গাড়ির চাবি রাখা ছিল সেই চাবিও নেই এমনকি বাড়ির বাইরে গাড়িটিও নেই । এর পরেই তিনি তড়িঘড়ি গিয়ে বিধান নগর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নামে। সূত্র মারফত পুলিশ খবর পায় যে, এই ঘটনায় জড়িত রয়েছে আকাশ শেঠ নামে এক ব্যক্তি। তাকে বেলেঘাটা থেকে গ্রেফতার করা হয় গতকাল।
এছাড়াও যে গাড়িটি চুরি করা হয়েছিল সেই গাড়িটি পুলিশ উদ্ধার করে শান্তিনগর থেকে। আপাতত পুলিশের কাছে যে তথ্য উঠে এসেছে তা থেকে জানা যায় যে ধৃত আকাশের নামে এর আগেও বিভিন্ন থানায় বহু অভিযোগ দায়ের করা হয়েছে সমাজবিরোধী কাজের জন্য। এবার ফের তাকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে। সেখানে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। তাদের অনুমান এই ঘটনায় সে একা নয় ,তার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তবে তাঁরা কারা এবং এই গাড়ি চুরির ঘটনায় তাদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম