Prothom Kolkata

Popular Bangla News Website

ফের মিঠাইয়ের শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! রান্না করতে গিয়েই কী হাত পোড়ালেন অভিনেত্রী?

1 min read

।।  প্রথম কলকাতা ।।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আর এই ধারাবাহিকেই যেন লেগে রয়েছে একের পর এক দুর্ঘটনা। কখনো শুটিংয়ের মাঝে ভেঙে পড়েছে শুটিং সেট। আবার কখনও অভিনেতা অভিনেত্রীরা আহত হচ্ছেন। তবে হাজারো বাঁধা বিপত্তির মাঝেও টিআরপি-র তালিকায় নিজের জায়গা অনড় রেখেছে মিঠাই। তবে এদিন আবারও দুর্ঘটনা ঘটলো মিঠাইয়ের সেটে। আহত হলেন ধরবাহিকের অন্যতম দুষ্ট চরিত্র তোর্সা অর্থাৎ অভিনেত্রী তন্বী লাহা রায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে হাতে মলম লাগানো ছবি পোস্ট করেছিলেন তোর্সা তথা তন্বী। কি হয়েছে হাতে? উত্তর মিললো পরবর্তী স্টেটাসে। যেখানে দেখা যাচ্ছে হাতের পাতা এবং কব্জির অনেকটা জায়গা জুড়ে কালো হয়ে ফোসকা পড়ে গিয়েছে। সাথে ক্যাপশনে লিখেছেন বার্ন্ট। অর্থাৎ হাত পুড়িয়েছেন অভিনেত্রী। তবে দুর্ঘটনার কারণ কি? তা জানান নি অভিনেত্রী।

তবে অনেকেরই ধারণা রান্না করতে গিয়েই হাত পুড়িয়েছেন অভিনেত্রী। কারণ ধারাবাহিকে রয়েছে তাঁর কফি বানানোর দৃশ্য। সম্ভবত সেটা করতে গিয়েই এই পরিণতি বলেই মনে করছেন একাংশ। তবে অভিনেত্রীর এমন ছবি দেখে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন নেটনাগিরিকরা। ইতিমধ্যে নিয়মিত চলছে হাতের ড্রেসিং। তবে তাঁর মাঝেই চলছে শুটিং।

প্রসঙ্গত, আপাতত সিরিয়ালে দেখানো হচ্ছে ঝগড়া। মনোহরায় দুটো দল হয়ে গিয়েছে। একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। মেয়েদের অভিযোগ, স্ত্রীদের অবদানকে স্বীকারই করে না স্বামীরা। অন‍্যদিকে ছেলেদের অভিযোগ, স্ত্রীরা নাকি তাদের ‘স্পেস’ দেয় না। সংসার ছাড়তেই জানে না। আর এসব নিয়েই মিঠাইয়ের শুটিং জুড়ে চলছে ধুন্ধুমার কাণ্ড।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories