Prothom Kolkata

Popular Bangla News Website

শিবসেনার ভাঙ্গন কি শুধু সময়ের অপেক্ষা, শিন্ডের ছবিতে জুতো,লাথি উদ্ভব পন্থীদের

1 min read

।।প্রথম কলকাতা।।

মহারাষ্ট্রে আড়াআড়ি ভাঙ্গনের মুখে শিবসেনা। বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে অনুগামী বিধায়কদের নিয়ে রয়েছেন অসমে। গতকাল মাঝরাতে ভাদোদারায় এসে বৈঠক করে গেছেন তিনি বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে। আর এই পরিস্থিতিতে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামলেন উদ্ভব শিবিরের কর্মী-সমর্থকেরা।

আজ পুনের একাধিক রাস্তায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেল উদ্ভব শিবিরের কর্মী-সমর্থকদের। একনাথ শিন্ডের বিরুদ্ধে তাঁরা তীব্র প্রতিবাদ জানালেন। মিছিলে তাঁর ছবিতে জুতো ছুঁড়ে, লাথি মেরে, কালি ছিটিয়েও বিক্ষোভ জানাতে দেখা গেল উদ্ভব শিবিরের কর্মী-সমর্থকদের। আবার, এর সঙ্গেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে সমর্থন জানালেন তাঁরা।

এই ঘটনা দেখে শিবসেনা শিবিরের ভাঙ্গন আসন্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্যদিকে, বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ খারিজের প্রচেষ্টা চলছে উদ্ভব শিবিরের। ১৬ জন বিধায়ককে নোটিস পাঠিয়েছেন বিধানসভার অস্থায়ী স্পিকার। সবকিছু নিয়েই বাড়ছে জল্পনা। যেকোনো সময়ে ঘটে যেতে পারে কোন বড় চমক।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories