বড় খবর: ‘জট কাটল GTA নির্বাচনে’, ভোটের উপর হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

।।প্রথম কলকাতা।।
আগামী ২৬ সে জুন জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর আগামী ২৯ সে জুন ভোটের ফল ঘোষণা। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আজ আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, জিটিএ ভোটের উপর কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। ভোটের ফল ঘোষণা নিয়েও কোনো বাধা থাকবে না। নির্বাচন আইনিভাবে বাধাহীন বলেই, জানালো হাইকোর্ট।
২৬ সে জুন পাহাড়ে জিটিএ নির্বাচন হবে। এই নির্বাচন আইনি বাধাহীন বলেই জানাল হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, জিটিএ ভোটের ফলাফল ঘোষণার ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না। তবে, জিটিএর সাংবিধানিক বৈধতা নিয়ে বিস্তারিত শুনানি চলবে। আদালতে অভিযোগ করা হয়েছিল, বাম আমলে সংবিধান সংশোধন করে পাহাড়ে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি করা হয়েছিল। এরপর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সম্পূর্ণ অসাংবিধানিকভাবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়।
এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে। আর্জি জানানো হয়েছিল, ভোট হলেও ভোটের ফলাফল যেন ঘোষণা না হয়। আজ দু পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, ফলাফল বন্ধ রাখার নির্দেশ জারি করার পরিস্থিতি নেই। নির্ঘণ্ট মেনে ভোট হবে, ফলাফল প্রকাশিত হবে। তবে, সাংবিধানিক বৈধতার যে প্রশ্ন মামলায় এসেছে, তার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তাই তার শুনানি চলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম