Prothom Kolkata

Popular Bangla News Website

তনুশ্রীর মুকুটে নয়া পালক, কার হাত ধরে বলিউডে এন্ট্রি অভিনেত্রীর?

1 min read

।।  প্রথম কলকাতা ।।

টলিউডের একের পর এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের পরিচিতি শুধুমাত্র টলিউডেই সীমাবদ্ধ নয়। ছড়িয়েছে মুম্বাইয়ের গন্ডি। আর সেই তালিকায় প্রথম দিকেই রয়েছে যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। শুধু অভিনেতা নয়। অভিনেত্রীদের মধ্যেও রয়েছেন রিয়া সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম সহ রুক্মিণী মৈত্র। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

বলিউডে পা রাখলেন তিনি। আর প্রথম ছবিতেই জুটি বাঁধবেনা অভিনেতা সানি দেওলের সঙ্গে। ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী। তবে ছবির পরিচালক কে, নামই বা কী? সেসব নিয়ে আপাতত কিছুই বলতে চাননা অভিনেত্রী। যদিও কানাঘুশো শোনা যায়, আসন্ন ছবির কাজ নিয়ে বর্তমানে যোধপুর, উদয়পুরে রয়েছেন অভিনেত্রী। সেখানেই চলছে ছবির শুটিং। ইতিমধ্যেই তা শেষের পথে।

অন্যদিকে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যায়, কিছুদিন আগেই দুবাইয়ে সময় কাটিয়ে এসেছেন তনুশ্রী। ছবির কাজ নাকি অন্যকিছু জানা না গেলেও অভিনেত্রীর পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে উত্তেজনার পারদ।

উল্লেখ্য, শেষ বার অভিনেত্রীকে দেখা গিয়েছিল জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিতে। ছবিতে পুলিশের ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসেও ছাপ ফেলেছে এমএন রাজ (MNRaj) এর পরিচালিত এই ছবি। এটিই ছিল তাঁর প্রথম ছবি। এর আগে পরিচালক রাজা চন্দের সহকারী হিসেবে কাজ করছেন তিনি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories