Prothom Kolkata

Popular Bangla News Website

সংকটাপন্ন তরুণ মজুমদার! পরিচালককে দেখতে SSKM-এ মমতা

1 min read

।।  প্রথম কলকাতা ।।

ভালো নেই তরুণ মজুমদার। অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক। কিডনি জনিত সমস্যা নিয়ে সোমবার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হলেও বয়স জনিত কারণে বাড়ছে সমস্যা। বর্তমানে ICU তে রয়েছেন পরিচালক। কিডনির সমস্যার পাশাপাশি, হার্ট ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। রক্তচাপও কমেছে বেশ কিছুটা। একই সাথে আচ্ছন্নভাব অনেকটা বেড়েছে বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের।

শরীরে ক্রিয়েটিনিন অনেকটা বেড়ে গিয়েছে বলেই এই আচ্ছন্নভাব কাটছে না বলে মনে করছেন তরুণবাবুর চিকিৎসকেরা।এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার নবান্ন যাওয়ার পথে আচমকাই এসএসকেএম হাসপাতালে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের থেকে তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

বর্তমানে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গড়ে চিকিৎসা চলছে পরিচালকের। যার মধ্যে রয়েছেন, চিকিৎসক সোমনাথ কুন্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়।প্রসঙ্গত, ৯২বছর বয়সী এই পরিচালকের রয়েছে লিভার ও হাইপো থাইরোয়েডিজমও।

একই সাথে ২০০০ সাল থেকে অর্থাৎ ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক। গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়েই  SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ ছিল, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়। সব মিলিয়ে বর্তমানে বেশ উদ্বেগ জনক পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছে তাঁর শারীরিক অবস্থা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories