বড় খবর: চরম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে করোনা সংক্রমিত মহারাষ্ট্রের রাজ্যপাল

।। প্রথম কলকাতা।।
মহারাষ্ট্রে চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে করোনা আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। আর এবার, করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেল মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির। দ্রুত তাঁকে দক্ষিণ মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হল।
করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। যিনি ৮০ বছর বয়স্ক। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে তাঁকে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ট্যুইট করে লিখেছেন, “করোনার মৃদু উপসর্গ থাকার কারণে করোনা পরীক্ষা করিয়েছিলাম, রিপোর্ট পজিটিভ এসেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এদিকে, মহারাষ্ট্রে বড় রকম সমস্যার মধ্যে রয়েছে জোট সরকার। যেকোনো সময় বিধানসভায় আস্থাভোটের সম্মুখীন হতে পারে এই সরকার। এদিকে ৪০জন বিধায়ককে নিয়ে মুম্বাই ছেড়ে অসমে চলে গেছেন শিবসেনার বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে।
I have been tested positive for COVID -19 with mild symptoms. However I have been admitted to a hospital as a precautionary measure.
— Bhagat Singh Koshyari (@BSKoshyari) June 22, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম