BREAKING: গোদের উপর বিষফোঁড়া, ঘোর সঙ্কটের মাঝেই করোনা সংক্রমিত উদ্ভব ঠাকরে

।। প্রথম কলকাতা।।
মহারাষ্টের রাজ্যপাট নিয়ে যখন প্রবল আশঙ্কা দানা বেঁধেছে শিবসেনার মধ্যে। ৪০ জন বিধায়ককে নিয়ে অসমে পাড়ি দিয়েছেন বিদ্রোহী শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে। সরকার বাঁচাতে জরুরি বৈঠক করেছেন উদ্ভব ঠাকরে। এমনই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতিতে পাওয়া গেল আরও এক চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে, উদ্ভব ঠাকরে করোনা আক্রান্ত হয়েছেন। কংগ্রেস নেতা কমলনাথ বিষয়টি জানিয়েছেন।
Mumbai: I have talked to CM Uddhav Thackeray and he said that as of now there’s no proposal to dissolve the Maharashtra Assembly: Congress leader Kamal Nath pic.twitter.com/i7jcjnENMi
— ANI (@ANI) June 22, 2022
আজ দুপুরে ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন উদ্ভব ঠাকরে। আজই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন, এমন জল্পনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে হঠাৎ করে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এরফলে আরো বিপদে পড়ল শিবসেনা। তাঁর করোনা আক্রান্ত হবার কথা জানিয়েছেন কংগ্রেস নেতা কমলনাথ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছিলেন তিনি। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি।
উদ্ভব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেছেন কমল নাথ। তিনি জানিয়েছেন, উদ্ভব ঠাকরের এন্টিজেন পরীক্ষা করা হয়েছিল। যার রিপোর্ট পজেটিভ এসেছে। আরটিপিসিআর পরীক্ষার জন্যও তিনি নমুনা পাঠিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম