বড় খবর: ঘোর সংকটে শিবসেনা, আজই ইস্তফা দিতে পারেন উদ্ভব ঠাকরে

।। প্রথম কলকাতা।।
মহারাষ্ট্রে ক্রমশ সংকট বাড়ছে শিবসেনার। জানা যাচ্ছে, আজই ইস্তফা দিতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। মহারাষ্ট্রের শাসক জোটকে এক ধাক্কায় মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছেন বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে। ৪০ জন বিধায়ককে নিয়ে পাড়ি দিয়েছেন তিনি অসমে। এই পরিস্থিতিতে আজই ইস্তফা দিতে পারেন উদ্ভব ঠাকরে। ট্যুইট করে একথা জানিয়েছেন সঞ্জয় রাউত।
ট্যুইট করে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানান, “মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙ্গার পথে এগোচ্ছে।” যদিও, সঞ্জয় রাউতের দাবি, অসমে চলে যাওয়া শিবসেনার বিধায়কদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। একনাথ শিন্ডের সঙ্গে তিনি কথা বলেছেন। তাড়াতাড়ি অসম থেকে তাঁরা ফিরবেন মহারাষ্ট্রে।
महाराष्ट्रातील राजकीय घडामोडींचा प्रवास विधान सभा बरखास्तीचया दिशेने..
— Sanjay Raut (@rautsanjay61) June 22, 2022
মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ভব ঠাকরে। বৈঠকে যোগদান করেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের বিধায়কেরা ঠিকই আছেন, নিজেদের বিধায়কদের ঠিক রাখুক শিবসেনা। আবার, একনাথ শিন্ডে জানিয়েছেন, শিবসেনা, নির্দল মিলিয়ে ৪৬ জন বিধায়ক তাঁর সঙ্গে আছেন। তাই সবকিছু নিয়েই নাটকের প্লট ক্রমশ জমে উঠেছে। যে কোন সময়ে ঘটে যেতে পারে চূড়ান্ত ক্লাইম্যাক্স।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম