Prothom Kolkata

Popular Bangla News Website

ছেলের সাফল্যে গর্বিত বাবা ফাল্গুনী, নেটদুনিয়ায় শেয়ার করলেন আবিরের প্রথম হিন্দি ওয়েব সিরিজের প্রোমো

1 min read

।।  প্রথম কলকাতা ।।

হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ২৪ জুন সোনি লিভে আসছে টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘অবরোধ-২’। আসন্ন সিরিজে একজন সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে আবীরকে। চরিত্রের নাম প্রদীপ ভট্টাচার্য, ভারতীয় সেনার ক্যাপ্টেন। রাজ আচার্য পরিচালিত এই সিরিজ মূলত গড়ে উঠছে নোটবন্দির ঘটনাকে কেন্দ্র করে।

আবির ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন সঞ্জয় সুরি, নীরজ কবি, আহানা কুমরা, অনন্ত মহাদেবন, রাজেশ খট্টর, মোহন আগাসের মতো অভিনেতারা। বলিউডের এমন সব অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে পেরে খুশি আবির। শুধু তাই নয় একই সাথে ছেলের বহুমুখী প্রতিভায় গর্বিত বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়ও। সম্প্রতি ছেলের আসন্ন সিরিজের প্রোমো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, “আর শুধু দুটো দিনের অপেক্ষা, আবিরকে এমন অ্যাকশন অবতারে আগে কখনও দেখিনি” অভিনেতার এমন পোস্ট দেখে বলাই বাহুল্য ছেলের সাফল্যে খুবই খুশি তিনি। একই সাথে এই সিরিজ দেখতে এখন অধীর আগ্রহে সময় গুনছেন তিনি।

প্রসঙ্গত, প্রথম ২০২০ সালে এই একই প্লাটফর্মে মুক্তি পেয়েছিল ‘অবরোধ: দ্যা সিজ উইদিন’। সেটি তৈরি হয়েছিল সার্জিকাল স্ট্রাইকের প্রেক্ষাপটে। সেবার আর্মি অফিসারের চরিত্রে ছিলেন অমিত সাধ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন, নীরজ কবি, বিক্রম গোখেল, দর্শন কুমার, অনন্ত মহাদেবন, মধুরিমা তুলি।

দর্শক অধীর অপেক্ষায় ছিলেন দ্বিতীয় সিজেনের জন্য। আর সেই সিরিজের দ্বিতীয় মরশুমেই সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন আবির। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজের টিজার। সম্প্রতি নেটমাধ্যমে সেই টিজার শেয়ার করে আবির লিখেছিলেন, ‘একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। শীঘ্রই অপেক্ষার অবসান হবে’।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories