Weather Update:আগামী ২-৩ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, প্রবল বর্ষণ এই জেলাগুলিতে

।। প্রথম কলকাতা।।
দক্ষিণবঙ্গবাসী তীব্র দাবদাহ থেকে স্বস্তি পাবার জন্য বর্ষার আগমনের অপেক্ষা করছিলেন । অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টিপাত। আগামী দু-তিন ঘণ্টায় শহর কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি উত্তরবঙ্গে এবার বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনাও থাকছে। তবে অন্য দিনের তুলনায় তাপমাত্রা আজ অনেকটাই কম থাকবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল পূর্ব কলকাতা, হাওড়া, হুগলি ,দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়াও পূর্ব বর্ধমান, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকাসহ পূর্ব বর্ধমান জেলাতেও। আগামী কয়েকদিন দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে । এছাড়াও আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ ভারী বর্ষণের জেরে রীতিমত বেহাল হয়ে পড়েছে । জলমগ্ন হয়ে গিয়েছে বহু এলাকা । তবে বুধবার থেকে সেখানে বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাতও চলবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। এছাড়াও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার খুব বেশি হেরফের লক্ষ্য করা যাবে না ।৩০ থেকে ৩২ ডিগ্রির আশেপাশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৫ থেকে ২৬ ডিগ্রির আশেপাশে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম