Prothom Kolkata

Popular Bangla News Website

‘এখন পড়াশোনা হীনতা চূড়ান্ত, টাকাই শেষ কথা’, ফের রাজ্যকে আক্রমণ অরুণাভ ঘোষের

।। প্রথম কলকাতা।।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষকের নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে। নিয়োগ দুর্নীতির মামলায় একের পর এক কঠোর নির্দেশ দিতে দেখা যাচ্ছে হাইকোর্টকে। হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। শাসকদলের একের পর এক প্রভাবশালীকে তলব করা হচ্ছে। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর আজ হাইকোর্টে হাজিরা দিলেন তিনি। এই প্রেক্ষিতে রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে কথা বললেন প্রথম কলকাতার প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস

কয়লা কাণ্ডে সিবিআইয়ের প্রধান আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তিনি জোর করে বয়ান লিখিয়েছেন। এ প্রেক্ষিতে অরুণাভ ঘোষ জানান, “এখন রাজনীতির লড়াই শেষ হয়ে গেছে। সিবিআই বনাম সিআইডি। সিবিআই একে ধরছে, সিআইডি ওকে ধরছে। রাজ্যে এখন পড়াশোনা হীনতা চূড়ান্ত। টাকাই শেষ কথা। ক্ষমতা ও টাকা, সেটা বিজেপি হোক বা তৃণমূল।”

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories