Prothom Kolkata

Popular Bangla News Website

‘নিন ট্রোল করুন, আমার কিচ্ছু যায় আসে না’ সোশ্যাল মিডিয়ায়া অকপট জয়জিৎ, কারণ কী?

।।  প্রথম কলকাতা ।।

‘গান ভালোবেসে গান’ সত্যি ভালোবেসে গান গাইতে লাগেনা নির্দিষ্ট কোনো সময় কোনো দিন। তবে ক্যালেন্ডার মতে আজ ২১ জুন। বিশ্ব সঙ্গীত দিবস। আর এই দিনেই নিজের গায়কী সত্ত্বাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ঝান্ডির এক রিসর্টে হাতে মাইক্রোফোন নিয়ে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গাইতে শোনা গেলো জয়জিৎকে।

আজ বিশ্ব সঙ্গীত দিবসের দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও শেয়ার করে নেটনাগরিকদের উদ্দেশ্যে জয়জিৎ লেখেন, ‘নিন ট্রোল করুন, আমার কিচ্ছু যায় আসে না।’ একই সাথে তিনি লিখেছেন, আমি মনের আনন্দে গাই, হ্যাপি ইন্টারন্যাশনাল মিউজিক ডে।’

আসলে সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং খুবই সহজলোভ্য একটা ব্যাপার হয়ে দাড়িয়েছে। যেকেউ যেকোনও মুহূর্তে নীতিপুলিশদের ট্রোলের শিকার হতে পারেন। তাই নিজের গান ট্রোল হওয়ার আশঙ্কা থেকেই আগেভাগে অভিনেতা জানিয়েছেন তাতে কিচ্ছু যায় আসে না তাঁর। তবে ট্রোলিং নয় বরং অভিনেতার গান শুনে প্রশংসায় মেতেছেন অনুরাগীরা।

মুহূর্তের মধ্যে ভিডিওতে উপচে পড়েছে অনুরাগীদের ভালোবাসা। অনেকেই কমেন্ট করে তার গানের প্রশংসা করেছেন। যার মধ্যে জয়জিতের একজন পরিচিত লিখেছেন, ‘রক কনসার্ট এল বলে, আমি তোর ম্যানেজার’, অন্য একজন লিখেছেন, দারুন, ‘ট্রোলাররাই মুগ্ধ হবে এই গান শুনে’, একই সাথে অনেকেই লিখেছেন, ‘দুর্দান্ত, দুর্ধর্ষ, এই জন্যই তোমায় এতো ভালোবাসি সহ নানান মন্তব্য।’

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories