Prothom Kolkata

Popular Bangla News Website

Hetal Dave: ভারতে প্রথম মহিলা কুস্তিগির এবার রুপোলি পর্দায়! আসছে ‘সুমো দিদি’

1 min read

।।  প্রথম কলকাতা ।।

ক্রিকেট, হকি, ফুটবল, স্টিপলচেস অ্যাথলিট, বক্সিং, এমনকি ব্যাডমিন্টন খেলায় সেরা ব্যক্তিত্বদের জীবনী নিয়ে বলিউডে গড়ে উঠেছে একাধিক বায়োপিক ছবি। তবে সেই তালিকা থেকে ব্রাত্য ছিল কুস্তি। এবার সেই ভারতের প্রথম মহিলা কুস্তিগির হেতল দবে-র জীবনী নিয়ে বড়পর্দায় আসতে চলেছে নতুন বায়োপিক। নাম ‘সুমো দিদি’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়ন্ত রোহতগি। প্রযোজনায় ‘ফ্রেশ লাইম ট্রিগার’। একই সাথে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্বয়ং হেতলই। ছবিতে হেতলের জীবনের ওঠা-পড়া সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চান পরিচালক।

ইতিমধ্যে কলকাতায় শুরু হয়েছে ছবির শুটিং। আপাতত কলকাতার বিধাননগর ফোর্স অ্যাকাডেমিতে চলছে শ্যুটিং। জানা যায় এরপর  ‘সুমো দিদি’ ছবির টিম উড়ে যাবে মুম্বই এবং তারপর এই ছবির কিছু অংশ শুট হবে জাপানে। তবে বেশিরভাগ অংশের শুটিংই হবে কলকাতায়। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে শুটিং।

ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন কিংবা ছবির মুক্তির দিন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ক্রিকেট, হকি, ফুটবলের পর ভারতে এই প্রথম মহিলা কুস্তিগিরের বায়োপিক নিয়ে ছবি দর্শকমনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, আজ মুক্তি পেলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনী নিয়ে গড়ে ওঠা বায়োপিক ‘সাবাস মিতু’র ট্রেলার। ইতিমধ্যে দর্শকদের মন কেড়েছে এই ট্রেলার। একই সাথে নজর কেড়েছে তাপসী পান্নুর অভিনয়। আজ নিজের বায়োপিক দেখে আপ্লুত হয়ে মিতালি রাজ কৃতজ্ঞতা জানিয়েছেন সমগ্র ছবির টিমকে। অন্যদিকে ছবির ট্রেলার দেখে গোটা টিমকে বাহবা দিয়েছেন স্বয়ং মহারাজ। নিজেস্ব ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ছবির ট্রেলার।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories