Prothom Kolkata

Popular Bangla News Website

ছোটোপর্দায় ডেবিউ করতে চলেছেন দেবলীনা! ‘সাহেব-চিঠি’র কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

1 min read

।।  প্রথম কলকাতা  ।।

নতুন কোনও সিনেমায় নয়। বড়পর্দা থেকে এবার ছোটপর্দায় ডেবিউ করতে চলেছেন টলি অভিনেত্রী দেবলীনা কুমার। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সাহেব চিঠি’তে। আগামী ২৭ জুন থেকে বিকেল ৬.৩০ টায় শুধুমাত্র ষ্টারজলসার পর্দায় দেখানো হবে এই ধারাবাহিক।

আসন্ন ধারাবাহিকের মুখ্যমন্ত্রী চরিত্রে অভিনয় করতে দেখা প্রতীক সেন ও দেবচন্দ্রিমা রায়কে। আর তাঁদের মাঝেই থাকবে তৃতীয় ব্যক্তি দেবলীনার উপস্থিতি। সাহেবের খুব কাছের বন্ধু দেবলীনা পেশায় একজন গ্ল্যামারাস নায়িকা। নাম রাইমা। আসন্ন ধারাবাহিকে একজন খলনায়িকায় ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সম্প্রতি, স্টার জলসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসন্ন ধারাবাহিকে নিজের চরিত্রী নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এটা আমার টেলিভিশনে প্রথম কাজ। খলনায়িকা হিসেবে দেখা যাবে ধারাবাহিকে। ধারাবাহিকে রাইমা নিজেও একজন অভিনেত্রী, গ্ল্যামার ওয়ার্ল্ডের নম্বর ১। সাহেবের খুব ভালো বন্ধু। মনে করেন সাহেব আর তিনি একজন পারফেক্ট কাপল। সাহেব আর চিঠির সম্পর্কে রাইমার গুরুত্ব অপরিসীম।’ একই সাথে দেবলীনার মতে, ‘ধারাবাহিকে তাঁর চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং।’

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories