‘রাষ্ট্রপতি নির্বাচনে কিছু হবার নেই, তাই খোকাবাবুকে পাঠাচ্ছেন’, কটাক্ষ দিলীপের

।। প্রথম কলকাতা ।।
গণমাধ্যমে বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যেখানে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগদানের কথা ছাড়াও একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখলেন তিনি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থ বারের জন্য ইডির দপ্তরে হাজিরা রাহুল গান্ধীর। যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস। আবার অগ্নিপথ প্রকল্প নিয়েও প্রতিবাদ আন্দোলনে নামবে কংগ্রেস। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “ভালো হয়েছে। রোদ নেই, এখন ঠান্ডা ঠান্ডা আছে। কংগ্রেস যে আছে, মানুষ বুঝবে কি করে? রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক কেস, বহুদিন ধরে জেরা চলছে। হঠাৎ আজকে পথে নামছেন কেন ওনারা? করে নিক।”
আবার গত সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠক হতে চলেছে। যে বৈঠক ডেকেছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। তবে বৈঠকে যোগদান করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে দিলীপ দিলীপ ঘোষ জানান, ” মমতা ব্যানার্জি দেখে নিয়েছেন আর কিছু হওয়ার নেই। এখন বিশ্রাম করুন। ত্রিপুরা হল না, গোয়া হল না, উত্তরপ্রদেশে গিয়ে দেখলেন সুবিধা হলো না। রাষ্ট্রপতি নির্বাচনে কিছু করার নেই। কেউ সঙ্গে থাকছে না। তাই খোকাবাবুকে পাঠাচ্ছেন।”
জঙ্গলমহল নয়, রাজ্যের মাওবাদী হৎস্পট হয়ে উঠেছে নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ২৪ পরগনা জেলার একাংশ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “যারা আরবান নকশাল, আর যারা এই ধরনের মডিউল এনটিসিআর মাওবাদী, তারা শহরের বিভিন্ন জায়গায়। এখন প্রকাশ্যে গুলি বন্দুক নিয়ে লড়াই করতে পারছেন না। কেন্দ্রীয় সরকারের যা ব্যবস্থা। ঝাড়খন্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহারের কিছু অংশে কেন্দ্রীয় সরকার, সিকিউরিটি ফোর্সের দ্বারা বন্ধ হয়ে গেছে। তাই পালিয়ে এসে এখানে লুকিয়েছে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে লুকিয়ে থাকার সবচেয়ে ভালো জায়গা। সারাদেশের যত টেরোরিস্ট গ্রুপ, গ্যাংস্টারা এখানে এসেছে, কারণ সরকার তাদের গায়ে হাত দেয়না। এতে তাদের রাজনৈতিক লাভ হয়।”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম