টেলিগ্রামে চালু হল প্রিমিয়াম সার্ভিস, মিলবে ৪ জিবি ফাইল ট্রান্সফার সহ গুচ্ছের ফিচার্স

।। প্রথম কলকাতা ।।
একাধিক ফিচার্স যুক্ত হল মেসেজিং অ্যাপ টেলিগ্রামে (Telegram)। গতকাল অর্থাৎ জুন ১৯ তারিখে প্ল্যাটফর্মে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে এল টেলিগ্রাম। যার অধীনে স্বাভাবিক অ্যাকাউন্টের তুলনায় বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপ কতৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের এর অন্যতম প্রতিদ্বন্দ্বি টেলিগ্রামে এবার প্রিমিয়াম ফিচার্স যুক্ত হল। যা সাবস্ক্রাইব করা মাত্রই ব্যবহারকারীরা ৪ GB ফাইল ট্রান্সফার, ফাস্ট ডাউনলোড, ইমোজি স্টিকার সহ একগুচ্ছ নতুন ফিচার্স উপভোগ করতে পারবেন। টেলিগ্রামে এই মুহূর্তে ৭০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এই পরিষেবা সমস্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্টের রোল আউট করা শুরু করেছে টেলিগ্রাম।
একনজরে টেলিগ্রাম প্রিমিয়ামের উল্লেখযোগ্য ফিচার্স –
• ৪ GB পর্যন্ত সাইজের ফাইল আদান-প্রদান করা যাবে টেলিগ্রামে। যা আগে ২ GB অবধি সীমিত ছিল।
• যেকোনো ছবি, ভিডিও এবং ফাইল স্বাভাবিক ব্যবহারকারীদের তুলনায় দ্রুত ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম ব্যবহারকারীরা।
• এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে অ্যাপে একসাথে ৪ টি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
• এই পরিষেবা অধীনে চ্যাটের ২০ টি ফোল্ডার তৈরি করা যাবে। প্রতিটি ফোল্ডারে ২০০ চ্যাট যুক্ত করতে পারবেন। ফলো করা যাবে ১ হাজারটি চ্যানেল।
শুধু তাই নয়, ১০ টি চ্যাট অ্যাকাউন্টে পিন করে রাখতে পারবেন।
• এছাড়া লিঙ্ক সহ নিজের প্রোফাইল বায়োতে বিস্তারিত তথ্য যুক্ত করতে পারবেন।
• পাওয়া যাবে প্রচুর ইমোজি, স্টিকার এবং কাস্টম আইকন।
• প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশনের সুবিধাও রয়েছে।
• ব্যবহারকারী যদি চায় প্রোফাইল ফটো-র বদলে প্রোফাইল ভিডিও সেট করতে পারেন।
• এই সাবস্ক্রিপশন নিলে অ্যাপে কোনও বিজ্ঞাপন দেখানো হবে না।
এক টেক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সাবস্ক্রিপশনের জন্য মাসিক খরচ পড়বে ৪.৯৯ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭০ টাকা)। iOS ভার্সন ৮.৮ এই ফিচার্স পাওয়া যাবে। আইফোন ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যে ফিচারটি উপলব্ধ হয়ে গিয়েছে। আগামী দিনে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছেও পৌঁছে যাবে টেলিগ্রাম প্রিমিয়াম। তবে উল্লেখ্য বিষয়, এই প্রিমিয়াম পরিষেবা এলেও টেলিগ্রামে যে সমস্ত ফ্রি ফিচার্স রয়েছে তা আগের মতোই বজায় থাকবে।