উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাওমি ওসাকা

।। প্রথম কলকাতা ।।
আগামী ২৭ জুন থেকে শুরু হতে চলেছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন। আর প্রতিযোগিতায় দেখা যাবে না বিশ্বের প্রাক্তন ১ নম্বর মহিলা টেনিস তারকা নাওমি ওসাকাকে। গোড়ালির চোটের কারণে উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নিলেন জাপানি তারকা। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন ওসাকা স্বয়ং। তিনি জানান, “আমার গোড়ালি এখনও ঠিক হয়নি। তাই আগামীবার দেখা হবে।” স্বভাবতই মন ভার ভক্তদের।
মাদ্রিদ ওপেনে খেলার সময় গোড়ালিতে চোট পান নাওমি ওসাকা। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, তাঁর চোটের কথা। চোটের কারণে রোমে আয়োজিত ডব্লিউটিএ ১০০০ ইভেন্টে নামতে পারেননি ওসাকা। এদিন জানিয়ে দিলেন চোটের কারণেই তিনি উইম্বলডনের কোর্টে তিনি নামছেন না। গত ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই বিদায় নেন নাওমি ওসাকা।
বিশ্বে ৪৩ তম স্থানে থাকা এই জাপানি টেনিস তারকা মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে গত বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নেওয়ার এক মাস পরে “ব্যক্তিগত কারণে” উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন৷