Prothom Kolkata

Popular Bangla News Website

ফের ড্রামা! পাসপোর্ট ছাড়াই বিমানবন্দর পৌঁছালেন রাখি সাওয়ান্ত, তারপর?

1 min read

।।  প্রথম কলকাতা ।।

বলিউডের ওয়ান এন্ড অনলি ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। মাঝে মাঝেই নানা কাণ্ড কারখানার মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি। এবার ফের সম্পর্কের জেরেই বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন রাখি সাওয়ান্ত। নতুন প্রেমিক আদিলকে নিয়েই বেশ ভালো সময় কাটাচ্ছেন রাখি। অভিনেত্রীর গতি বিধি তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি সেই প্রেমিককে নিয়েই বিদেশ যাত্রায় মজেছেন রাখি? বিদেশ নাকি দেশের মধ্যেই অন্য কোনও জায়গা জানা না গেলেও এদিন বিমান বন্দরের প্রেমিক আদিলকে নিয়ে পাপরাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন রাখি। আর সেখানেই ঘটে গেলো রাখির কান্ড জ্ঞানহীন কান্ড। বিমান বন্দরে এসেছেন যাত্রা করতে অথচ পাসপোর্টটাই আনতে ভুলে গেলেন? ব্যাগে খোঁজাখুঁজি করেও পেলেন না পাসপোর্ট। প্রেমিককে বললেন টেবিলে রাখা ছিল। ব্যাস তারপর? নিশ্চই পাসপোর্ট আনতে বাড়িতে ছুটতে হয়েছে তাঁকে।

এদিন ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া এই ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল। সকলেই রাখির কান্ড জ্ঞান দেখে অবাক। অনেকেই লিখেছেন, ‘ড্রামা কুইনের সবটাই নাটক’। আবার কেউ লিখেছেন, ‘আমি নিশ্চিত এটাও অভিনয়’, আবার কেউ কেউ লিখেছেন, ‘ড্রামা কুইন হলেও আমার এই ড্রামা দেখতেই বেশি ভালোলাগে’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাক্তন স্বামী রীতেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পেজ হ্যাকের মতো গুরুতর অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেছিলেন রাখি। জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং-এর অনলাইনে তাঁর অর্থ লেনদেনের অ্যাকাউন্টও হ্যাক করে নেন প্রাক্তন স্বামী রীতেশ। গত শনিবার সেই মতো মুম্বইয়ের ওশিওয়ারা থানায় প্রেমিক আদিলকে নিয়ে অভিযোগ জানাতে গিয়েই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories