উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র করে ৪৭তম রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বাই

।। প্রথম কলকাতা ।।
শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ ড্র হওয়ায় মুম্বাই তাদের ৪৭তম ফাইনালে পৌঁছে গেল। প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে মুম্বাই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। মুম্বাই ৪১টি শিরোপা সহ টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। অন্যদিকে আলুরের KSCA ক্রিকেট গ্রাউন্ডে বাংলাকে ১৭৪ রানে পরাজিত করে ১৯৯৮-৯৯ সালের পর তাদের প্রথম রঞ্জি ট্রফির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মধ্যপ্রদেশে। ২২-২৬ জুন ফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে মুম্বাই।
মধ্যপ্রদেশ শেষবার ফাইনাল খেলার পর থেকে মুম্বাই আটবার রঞ্জি ট্রফি জিতেছে। মুম্বাইয়ের তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ১০০ এবং দ্বিতীয় ইনিংসে ১৮১ রানের উপর ভর করে মুম্বাই সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে। ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছেন ২০ বছর বয়সী এই তারকা ব্যাটার।
বেঙ্গালুরুতে উত্তরপ্রদেশের (ইউপি) বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই প্রথম ইনিংসে ৩৯৩ রান করে। জবাবে ১৮০ রানেই শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৫৩৩ রান তোলে মুম্বাই। ইউপি কে ৭৪৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় মুম্বাই। পাঁচ দিন শেষ হয়ে যাওয়ায় ড্র হয়ে যায় ম্যাচ। সেইসঙ্গে ৪৭ বারের মতো রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেল মুম্বাই।