সম্পত্তির বিবাদ ড্রেনের মধ্যে, নোংরা মেখে ধুন্ধুমার কান্ড ! ভিডিও দেখলে হেসে ফেলবেন

।। প্রথম কলকাতা । ।
ট্রেনে বাসে এখন প্রায়ই সময় দেখা যায় একে অপরের সাথে সামান্য কারণেই ঝগড়া বেঁধে গিয়েছে । যদিও শুধু মাত্র বাইরে নয় , বাড়িতেও খুঁটিনাটি বিষয়ে অনেকের মধ্যে বিবাদ লেগে যায়। তবে এবার ঝগড়া পৌঁছাল নোংরা ড্রেনের মধ্যে। সেই বিবাদ সামাল দেওয়ার পরিবর্তে উপরন্তু একে একে ড্রেনে নেমে লড়াই চালাতে থাকেন।দুই মহিলার মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হয়। তারপর দেখা যায় দুজনকে মারামারি করতে। ঘটনাটি রাজস্থানের আজমিরের। দুই পরিবারের পুরুষ এবং অন্যান্য সদস্যরা ওই দুই মহিলাকে বিচ্ছেদ না করে নিজেরা মারামারিতে জড়িয়ে পড়েন।
अजमेर के करोड़पति घर की देवरानी-जेठानी में हुआ विवाद, लड़ते लड़ते नाले में गिरी pic.twitter.com/XQbT1XKrs0
— The Fact Factory. (@FactTheFactory) June 17, 2022
ঝগড়া করতে করতে তারা পৌঁছান ড্রেনের মধ্যে। টাটাগড় রোডে অবস্থিত নায়রা পেট্রোল পাম্পের কাছে বেঁধে যায় ধুন্ধুমার কান্ড। ড্রেনের মধ্যে পড়ে গিয়ে নিজেদের গায়ে যে নোংরা জল লেগে গিয়েছে সেদিকে কারোর কোন ভ্রুক্ষেপ ছিল না । সেই অবস্থাতেই নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত ছিলেন। ওই দুই মহিলাকে না থামিয়ে বেশ কয়েকজন ড্রেনের মধ্যে নেমে বিবাদে যোগ দেন।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। শুধু তাই নয়, থানায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে সেই বিষয়টি খতিয়ে দেখছে । জানা গিয়েছে, উভয়পক্ষের মধ্যে বিরোধের অন্যতম কারণ সম্পত্তি । যার জেরে ওই দুই মহিলার মধ্যে মারামারি শুরু হয়েছিল। পুলিশ তদন্ত করার সময় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম