বড় খবর: অধ্যক্ষের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যের জের, শুভেন্দু অধিকারীকে দেওয়া হল প্রিভিলেজ নোটিশ

।।প্রথম কলকাতা।।
মুকুল রায়ের দলত্যাগ মামলা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জারি হল প্রিভিলেজ নোটিশ। এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তিনি আর তার জেরেই এই প্রিভিলেজ নোটিশ দেওয়া হল তাকে।উক্ত মন্তব্যের পরেই তৃণমূলের তরফ থেকে প্রিভিলেজ নোটিশ দেন বিধায়ক পার্থ ভৌমিক। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন বিরোধী দলনেতার এই মন্তব্য পাঠানো হল প্রিভিলেজ কমিটির কাছে। এই কমিটিই এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেবে
১৫ জুন বিধানসভায় দাঁড়িয়ে মুকুল রায়ের দলত্যাগ ইস্যুতে স্পিকারকে জড়িয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেছিলেন, “স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে। আর মুকুল রায় নিজে বলছে তিনি তৃণমূলে। স্পিকার না পারছেন গিলতে না পারছেন উগরোতে। আসলে খেতেই জানে না তো খাবে কি!” তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দাবি, স্পিকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য অপমানজনক। এবং তা স্বাধিকার ভঙ্গের শামিল।
তৃণমূল বিধায়কের আনা অভিযোগ গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বক্তব্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হল বলে জানিয়েছেন অধ্যক্ষ। এবার শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দেবে প্রিভিলেজ কমিটি। ববিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠল। এর আগে বিজেপিরই চার বিধায়ক তার বিরুদ্ধে স্বাধিকার অভিযোগ আনেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম