Prothom Kolkata

Popular Bangla News Website

রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, একদিনে সংক্রমিত ২৩০! সেঞ্চুরি কলকাতায়

1 min read

।।প্রথম কলকাতা।।

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। আবার ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে কলকাতার সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা পার করল সেঞ্চুরির কোঠা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩০। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ১০৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনা। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্তের সংখ্যা ১৩। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায়ও করোনা আক্রান্তের হদিশ মিলেছে।

এছাড়া রাজ্যের দৈনিক সংক্রমণের হার ২.৯৫ শতাংশ। মঙ্গলবার তা ছিল ১.৮৫ শতাংশ। বাড়ছে পজিটিভিটি রেটও। মৃত্যু হয়েছে একজনের।

একদিনে রাজ্যে কোভিড মুক্ত ৫৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৩০ জন সুস্থ। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১০০৭ জন। আর হাসপাতালে ভরতি ৩০ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৩৭ জনে।

চিকিৎসকরা বলছেন সংক্রমণ ঠেকাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোভিডবিধি মেনে চলার কথা। পাশাপাশি, টিকাকরণে গতির আনারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর। 

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। জুন ও জুলাই মাস জুড়ে বাড়িতে বাড়িতে গিয়ে চলবে ড্রাইভ। ১৫-৫৯ বছর বয়সীদের মধ্যে যাদের প্রথম দ্বিতীয় কিংবা বুস্টার ডোজ নেওয়া হয়নি তাদের চিহ্নিতকরণ করে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করবেন কর্মসূচীতে অংশগ্রহণ কারী স্বাস্থ্য কর্মীরা। এছাড়া বাড়তি নজর দেওয়া হচ্ছে স্কুল কলেজ এবং সংশোধনাগারের দিকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories