ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ১৭,০০০ আন্তর্জাতিক রান সংগ্রহের মাইলস্টোন পেরোলেন রুট

।। প্রথম কলকাতা ।।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে দলকে জয় এনে দিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ইংল্যান্ড টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক গতকাল একাধিক নজিরও গড়েছেন। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে জো রুট ১৭,০০০ আন্তর্জাতিক রান সংগ্রহের মাইলস্টোন অর্জন করেন। রবিবারই, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ব্রিটিশ ব্যাটার হিসাবে ১০,০০০ রান সংগ্রহ করেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে রুট ১৭০ বলে অপরাজিত ১১৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক তাঁর মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন ১২টি দৃষ্টিনন্দন চার দিয়ে। শেষ ইনিংসে বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ রানের মধ্যেই চারটি উইকেট খুইয়েছিল ইংল্যান্ড। বাকিটা অবশ্য রুট রুপকথা। প্রথমে অধিনায়ক বেন স্টোকস ও পরে বেন ফোকসের সঙ্গে জুটি বেঁধে দলকে ৫ উইকেটের অনায়াস জয় এনে দেন রুট।
প্রসঙ্গত অ্যাসেজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের হতাশাজনক পারফর্মেন্সের পরই টেস্ট অধিনায়কের পদ থেকে রুট ইস্তফা দিয়েছিলেন। পরবর্তী অধিনায়ক হিসাবে দায়িত্ব উঠেছে তারকা অলরাউন্ডার বেন স্টোকসের কাঁধে। কোচের পদে এসেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্র্যান্ডন ম্যাকুলাম। লর্ডস টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে ম্যাকুলাম – স্টোকস জুটির সূচনাটা ভালোই হয়েছে। তবে, রুটের ব্যাটের জাদুতেই মজেছিল রবিবারের লর্ডস।
২৬ তম টেস্ট শতরানের পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৪তম ও দ্বিতীয় ব্রিটিশ ব্যাটার হিসাবে রুট ১০,০০০ রান সংগ্রহের মাইলস্টোন অর্জন করেছেন। ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট রান সংগ্রহের রেকর্ডটি বর্তমানে অ্যালিস্টার কুকের দখলে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও কিংবদন্তি ওপেনার কুক ১৬১টি টেস্টে ১২,৪৭২ রান সংগ্রহ করেছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহের নজির রয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের দখলে। মাস্টার ব্লাস্টার তাঁর কেরিয়ার শেষ করেছিলেন ১৫,৯২১ টেস্ট রান সংগ্রহ করে।