FIH Hockey 5s: ৩ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, পোল্যান্ডকে ৬-৪ হারিয়ে শিরোপা দখল ভারতের

।। প্রথম কলকাতা ।।
রবিবার সুইজারল্যান্ডের লাউসান্নেতে আয়োজিত এফআইএইচ ফাইভএস হকির প্রথম সংস্করণের ফাইনালে অবিশ্বাস্য রুপকথা লিখেছে ভারত। ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে তিন গোলে পিছিয়ে পড়ার পরও গুরিন্দর, রাহিলরা অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে শিরোপা দখল করেছেন। ফাইনাল ম্যাচের ফল ভারতের পক্ষে ৬-৪।
হকির সংক্ষিপ্ততম ফরম্যাটের এই প্রতিযোগিতাটিতে ভারতীয় দল একটিও ম্যাচে হারের মুখ দেখেনি। গুরিন্দররা তিনটি জয়, একটি ড্র করে ফাইনালের টিকিট আদায় করেছিলেন। পোল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশাস ফাইনালে ভারতীয় দল ৬-৪ ব্যবধানে জয় ছিনিয়ে শিরোপা দখল করেছে।
প্রসঙ্গত রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও পোল্যান্ডের বিরুদ্ধে ৬-২ জয়ে পেয়েছিল ভারতীয় দল। দুটি জয় ও দুটি হার নিয়ে লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে পোল্যান্ড। ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালো না হলেও ভারতীয় দল অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায়।