অলম্যাটিতে সোনা জিতলেন আমান, বজরং পুনিয়া থামলেন ব্রোঞ্জেই

।। প্রথম কলকাতা ।।
রবিবার অলম্যাটিতে আয়োজিত বোলাত তুর্লিখানোভ কাপের ৫৭ কেজি বিভাগে সোনা জিতেছেন আমান। প্রতিশ্রুতিমান ভারতীয় কুস্তিগির সিনিয়র পর্যায়ের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই প্রথমবার স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়া প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।
৫৭ কেজি বিভাগে নজর কেড়েছেন স্বর্ণপদক জয়ী আমান। ভারতীয় কুস্তিগির প্রথম রাউন্ডে মেইরামবেক কার্টবে’র বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচে ১৫-১২ ব্যবধানে জয় পেয়েছিলেন। এরপর কির্ঘিজস্তানের আবদিমালিক কারাচভের বিরুদ্ধে টেকনিক্যাল সুপিওরিটিতে জয় পেয়েছিলেন আমান। ফাইনালে কাজাখস্তানের মেরে বাজারবায়েভের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় কুস্তিগির ১০-৯ ব্যবধানে জয় পেয়েছিলেন।
টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়ার জন্যে অলম্যাটির প্রতিযোগিতা ভালো যায়নি। প্রথম ম্যাচেই অতি-রক্ষণাত্মক কৌশলের খেসারত দিয়ে উজবেকিস্তানের আব্বোস রাখমোনোভের বিরুদ্ধে ৩-৫ হারের মুখ দেখেন পুনিয়া। ব্রোঞ্জ মেডেল প্লে অফ ম্যাচে তারকা ভারতীয় কুস্তিগির ৭-০ ব্যবধানে কাজাখস্তানের রিফাত সাইবোতালোভকে হারিয়েছেন। অলম্যাটির প্রতিযোগিতাটিতে ভারতীয় কুস্তিগিররা ১২টি পদক জিতেছেন। মহিলা কুস্তিগিররা ৮টি পদক দখল করেন, যার মধ্যে স্বর্ণপদক রয়েছে পাঁচটি।