বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে নরওয়ে চেসের শীর্ষস্থান নিজের দখলে রাখলেন আনন্দ

।। প্রথম কলকাতা ।।
কয়েকদিন আগেই নরওয়ে চেস প্রতিযোগিতার ব্লিটজ ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনেস কার্লসেনের বিরুদ্ধে জয় পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। ভারতীয় কিংবদন্তি এবার একই প্রতিযোগিতার ক্ল্যাসিকাল সেকশানেও কার্লসেনকে হারিয়েছেন। এরফলে পঞ্চম রাউন্ডের শেষে ভারতীয় দাবাড়ু চলতি প্রতিযোগিতার শীর্ষস্থানে উঠে এসেছেন।
ব্লিটজ ইভেন্টের মতো ক্ল্যাসিকাল সেকশানে কার্লসেনের বিরুদ্ধে আনন্দের জয় সহজে আসেনি। ৪০ চালের শেষে রেগুলার ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হয়। এর পর আর্মাগেডোন (সাডেন ডেথ গেম)’য়ে কার্লসেনকে হারিয়েছেন আনন্দ। পঞ্চম রাউন্ডের শেষে ৫২ বছর বয়সী ভারতীয় দাবাড়ুর দখলে ১০ পয়েন্ট রয়েছে। বাকি রয়েছে আরও চার রাউন্ডের খেলা।
ব্লিটজ ইভেন্টে চতুর্থ স্থান পাওয়ার পর নরওয়ে চেস প্রতিযোগিতার ক্ল্যাসিকাল সেকশানে দুরন্ত সূচনা করেছিলেন আনন্দ। প্রথম ম্যাচে ফ্রান্সের ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভে, দ্বিতীয় ম্যাচে বুলগেরিয়ার ভাসেলিন টোপালভ ও তৃতীয় ম্যাচে চীনের হাও ওয়াঙের বিরুদ্ধে ভারতীয় কিংবদন্তি দাবাড়ু টানা তিনটি জয় পেয়েছিলেন। চতুর্থ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েজলির কাছে হারের মুখ দেখলেও পঞ্চম রাউন্ডে কার্লসেনকে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন আনন্দ।