ক্যাসপার রুডকে হারিয়ে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয় ক্লে-কোর্টের নায়ক রাফায়েল নাদালের

।। প্রথম কলকাতা ।।
রোলাঁ গাঁরোয় পুরুষ এককের ফাইনালে ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে উড়িয়ে ২২তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন রাফায়েল নাদাল। সেইসঙ্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে দুই ধাপ পিছনে ফেলে দিলেন ক্লে-কোর্টের নায়ক। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জয় করে পুরুষ এককে সর্বোচ্চ ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন নাদাল। এদিন নরওয়ের প্রতিপক্ষ ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয় করলেন স্প্যানিশ তারকা। সঙ্গে আরও একটি রেকর্ড গড়লেন নাদাল। এই জয়ে ফরাসি ওপেনের ফাইনালে অপরাজিত রইলেন তিনি। ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনের নামার পর মাত্র তিনটি ম্যাচ হেরেছেন নাদাল।
এদিন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নিজের আদর্শ রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন ক্যাসপার রুড। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ফাইনালে পৌঁছান নরওয়ের এই টেনিস তারকা। তবে ফাইনালে নিজের আদর্শের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি রুড। অনায়াসেই ম্যাচ পকেটে পুড়ে নেন নাদাল। ম্যাচ শেষে নাদাল জানান, “আমি জানি না ভবিষ্যতে কি হতে পারে। আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য লড়াই চালিয়ে যাব।” নাদাল আরও বলেন, “আমার জন্য আপনাদের কাছ থেকে আশ্চর্যজনক সমর্থনে এখানে খেলা অবিশ্বাস্য। ব্যক্তিগতভাবে আমার জন্য আমার যে অনুভূতি আছে তা বর্ণনা করা খুব কঠিন। বিশেষ করে খুব কঠিন মুহুর্তগুলো আমি ইনজুরির কারণে পার হয়েছি, যদি দলের কাছ থেকে আপনার ভালো সমর্থন না থাকে তবে ভালো কিছুই ঘটবে না কারণ আমি অনেক আগেই অবসর নিয়ে ফেলতাম।”